রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ২১ নভেম্বর ২০২১ রোববার

নিহতরা হলেন- আরিফুল ইসলাম (৩০) ও জাহাঙ্গীর হোসেন (৩২)। আরিফুলের স্ত্রী মেঘলা আক্তার বলেন, সাতারকুল এলাকায় আমার স্বামীর একটি নিজস্ব ওয়ার্কশপ রয়েছে। ওই ওয়ার্কশপের পাশে একটি কারখানায় গ্রিলের ওয়েলডিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।