নওগাঁর পোরশায় ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক
নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২১ নভেম্বর ২০২১ রোববার
এর সাথে জড়িত থাকায় পোরশা উপজেলার শরিয়ালা পূর্বপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের বাড়ি থেকে তার মেয়ে শাখিলা (২০) ও তার জামাতা মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের আহসান হাবিবের ছেলে আরস মাওলা (২৮)কে আটক করেছে থানা পুলিশ। পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনা নিশ্চিত করে জানান, ১৫ নভেম্বর আল আমিন নিখোজ হয় এবং তাকে খুজে না পেয়ে ১৯ নভেম্বর আল আমিন এর মা সঙ্গীয় কিছু লোকজন সহ থানায় এসে মৌখিক অভিযোগ করলে তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে শাখিলা ও তার স্বামীকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাখিলা আল আমিনকে হত্যা করার কথা স্বীকার করেন এবং লাশটি ফেলে রাখার স্থান দেখিয়ে দেন। তার দেখিয়ে দেওয়ার তথ্যের ভিত্তিতে গত শনিবার সন্ধায় থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। তবে দু’জনের মধ্যে পরোকিয়া সম্পর্ক ছিল বলে ধারনা করা হচ্ছে। এব্যাপারে পোরশা থানায় একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। অপরদিকে আটককৃত দু’জনকে গতকাল রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
