শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

লালমনিরহাট কালীগঞ্জের ওসির প্রত্যাহার 

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২১ নভেম্বর ২০২১ রোববার

শনিবার নির্বাচন কমিশন সচিবলয়ের উপ-সচিব  মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশ মহাপরিদর্শককে এ নির্দেশনা দেয়া হয়েছে।  কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে চলবলা ইউনিয়ন পরিষদের তেতুলিয়া গ্রামে তপন রায়ের বাড়ীতে নৌকা প্রতীকের প্রার্থী  মিজু ও তার লোকজনের দ্বারা হামলার স্বীকার হলে  উক্ত নির্বাচনী সহিংসতার ঘটনার খবর পাওয়ার প্রায় ৩ ঘন্টা দেরিতে ঘটনাস্থলে উপস্থিত হন উক্ত ওসি।

নির্বাচনকে ঘিরে উপজেলার আইন-শৃঙ্খলা, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক কারণে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে তার স্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়নের নির্দেশনা দেয়া হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, আদেশ কপি অফিশিয়ালি হাতে পেলেই ব্যাবস্থা নেয়া হবে।