পাঁচবিবিতে পানির ট্যাংক নির্মাণাধিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০২:১৪ পিএম, ২১ নভেম্বর ২০২১ রোববার
উচ্চক্ষমতা সম্পূর্ন পাম্প সহ প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৬ লক্ষ লিটার পানির ধারন ক্ষমতা সম্পূর্ন ট্যাংক স্থাপনের কাজ চলমান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগ দেশের ৩০ টি পৌর এলাকায় এ কাজ করছেন।
পাঁচবিবি পৌর ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর পূর্বপাড় দমদমা এলাকায় ঢাকার জিলানী ট্রের্ডাস নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছেন। ২০১৯ সালের জুলাই মাসে নির্মাণ শুরু হলেও নির্ধারিত ২০২৩ সালে সমাপ্তির কথা থাকলেও ইতিমধ্যেই প্রায় ৬০% হয়েছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বায়িত্বরত প্রকৌশলী ইয়াসিন সরকার।
পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন, পৌরবাসির নিরাপদ পানির জন্য ট্যাংকটি স্থাপন করা হচ্ছে। প্রকল্পটি তত্বাবধানে দ্বায়িত্বরত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী রুহুল আমিন বলেন, এটির নির্মাণ কাজ শেষ হলে পৌরবাসী সুপেয় পানি সহজেই পাবে।
