শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ১৩ জন  মাদকসহ ১ জন গ

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন, সুহেল আহমদ, রাসেল আহমদ, হারিছ আলী, উসমান আলী, কামরুল ইসলাম, আব্দুল জলিল, ফয়েজ আহমদ, আব্দুল মোতালিব, হানিফা বেগম, আতাউর রহমান, ওসমান গনি, বোরহান উদ্দিন ও রহমত আলী।

গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর, আলীরগাঁও এবং তোয়াকুল ইউনিয়নে অভিযান চালিয়ে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত ওই ১৩ জনকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ। এছাড়া শুক্রবার রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় মদসহ মানিক মিয়া নামের আরেক যুবককে আটক করেছে পুলিশ।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে গোয়াইনঘাট থানার এসআই অনুজ কুমার,এসআই মতিউর রহমান,এসআই মাছুম আলম,এসআই আব্দুল আহাদ, এসআই জহিরুল ইসলাম এএসআই সত্যজিৎ তালুকদার, এএসআই দিবাস দাস,এএসআই বেলাল আহমদ,এএসআই নুরুল আমীন, এএসআই জামাল, এএসআই মোস্তাক ও এএসআই নয়ন রায় এই অভিযানগুলো পরিচালনা করেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের সিলেটের আদালতে হস্তান্তর করে গোয়াইনঘাট থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, বিভিন্ন মামলার ওই ১৩ আসামি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আসছিলেন। আদালতে আত্মসমর্পণের বদলে এলাকায় ঘুরাফেরা করছেন মর্মে খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একাধিক টিম অভিযানে নামে ১৯ নভেম্বর তাদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে ভারতীয় মদসহ এক মাদক কারবারিকেও আটক করা হয়। তাদের সবাইকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।