গাংনীর ভবানিপুর গ্রামের কাঁচা রাস্তা পাকা নির্মাণ না করায় দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার
যার ফলে গ্রামের বৃহৎ জনগোষ্ঠি চলাচলে চরম দুর্ভোগে পড়ে রয়েছে স্কুল কলেজের ছেলে মেয়েরা একহাটু কাঁদা ভেঙ্গে স্কুল কলেজে যেতে পারে না।তেমনিভাবে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারে না।কাদা পানির কারণে ফসল বাড়িতে নিয়ে আসতে অনেক খরচ হয়।
অতিরিক্ত খরচের ভয়ে অনেকে মাঠের আবাদ ছেড়ে দিয়েছে।দীর্ঘদিন যাবৎ রাস্তাটি নির্মাণের আবেদন করা হলেও আমলে নেয়নি কেহই।রাস্তাটি অবিলম্বে প্রকল্পভুক্ত না হলে আমাদের অনেক ক্ষতির মুখে পড়তে হবে।
স্কুল গামী কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা অনেক কষ্ট করে স্কুলে যাতায়াত করে থাকি।সারা বছরই রাস্তায় কাদা পানি থাকে।বিশেষ করে বর্ষাকালে স্কুলে যেতে আমাদের পোশাক কাদায় একাকার হয়ে যায়।অনেক সময় ভিজা কাপড়ে ক্লাস করতে হয়।ফলে অসুখ বিসুখে ভুগতে হয়। আমাদের দাবি অতিদ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করতে হবে।
এব্যাপারে গ্রামের মেম্বর অনারুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসছি।কর্তৃপক্ষ আশ্বাস দিলেও অ্জ্ঞাত কারণে তা হয়নি।সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে রাস্তাটি নির্মাণে মন্ত্রণালয়ে একাধিকবার প্রোপজল দেয়া হয়েছ্।েদায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ দের বার বার জানিয়েও কাজ হয়নি।
এব্যাপারে গাংনী উপজেলা প্রকৌশলী জানান, আমরা রাস্তাটির এষ্টিমেট দিয়েছি। অতিদ্রুত সময়ের মধ্যে রাস্তাটি নিমার্ণের ব্যবস্থা করা হবে।
