শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

যাদুকাটা নদীর তীরকেটে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্স অভিযান   

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে যাদুকাটা নদী তীরে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী মেজিস্ট্রেট মো. রায়হান কবির,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার।’

জানাগেছে, এ অভিযানে নদীর নির্ধারিত সীমানার বাহিরে অবৈধভাবে বালু উত্তোলন করা সহ সেভ মেশিন ব্যবহার করে বালি উত্তোলন করার দায়ে ১০ টি মামলায় ১৬ জনকে ৮ লাখ,৫০ হাজার,টাকা জরিমানা করা হয়েছে।’

অপরদিকে,আরো দুটি মামলায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা সহ  ৩ মাসের কারাদন্ড ও জরিমানা অনাদায়ে আরো ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির বলেন,যাদুকাটা নদীতে নির্ধারিত সীমানার বাহিরে অবৈধভাবে বালু উত্তোলন ও সেইভ মেশিন ব্যবহার করার দায়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান করা হয়েছে।নদীর ভারসাম্য রক্ষায় আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

অভিযান কালে উপজেলার অনসার সদস্য,পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা,পুলিশ সদস্য ও বিজিবি’র সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।