শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০১:২৯ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী এবং প্রায় এক ডজনেরও বেশি মামলার আসামি নূরুল আমিন প্রকাশ মুন্না (২৮) কে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী মুন্না কক্সবাজার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আবদুল খালেকের পুত্র।

গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার এসআই দেবব্রত রায়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম কক্সবাজার শহরের কলাতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মুন্নাকে গ্রেফতার করে।

শহরের শীর্ষ সন্ত্রাসী মুন্নাকে গ্রেফতার অভিযানে নেতৃত্বদনকারী পুলিশ কর্মকর্তা এসআই দেবব্রত রায় জানান, সন্ত্রাসী মুন্নার অত্যাচারে এলাকার লোকজন দীর্ঘদিন যাবৎ অতিষ্ট হয়ে পড়েছে। তাকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছিল। 

এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় প্রায় এক ডজনসহ জেলার অন্যান্য থানায় আরও কয়েকটি মামলা রয়েছে।

রুমালিয়ারছড়া এলাকাসহ কক্সবাজার শহর জুড়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের এবং নানাভাবে লোকজনকে অত্যাচারের অভিযোগের পাহাড় জমা হয়। 

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দীন খন্দকার বলেন, গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী মুন্নাকে পূর্বের বিচারাধীন একাধিক ওয়ারেন্ট ছাড়াও নিয়মিত মামলা দায়ের করে আজ (১০ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। এদিকে শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রেফতারের খবরে এলাকার লোকজন স্বস্তি প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।