জবিতে শুরু হয়েছে প্রথমবর্ষের ভর্তি আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:২২ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার

গতকাল ১৫ নভেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ভর্তি কার্যক্রম আবেদনের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক।
বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ইউনিটে আবেদন করার জন্য শিক্ষার্থীদের দিতে হবে ৬০০ টাকা করে। যা আগামী ২৫ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত করা যাবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক (ছাত্র-কল্যাণ), পরিচালক (আইসিটি সেল) সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।