ইবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

শনিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। উদ্বোধনী ম্যাচে চট্রগ্রাম ও লালমনিরহাট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সংবাদ লেখা পর্যন্ত বৃষ্টিজনিত কারণে ম্যাচটি স্থগিত ছিলো।
ন্যাশনাল প্যারালিম্পিকের মহাসচিব প্রকৌশলী মাকসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক যুগ্ম সচিব ও বিসিএপিসি’র সহ-সভাপতি ডাঃ আমিনুল ইসলাম।
সহকারী পরিচালক মাবিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবি’র শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ও টুর্নামেন্ট সমন্বয়কারী ড. মোহাম্মদ সোহেল, উপ পরিচালক শাহ আলম, আসাদুর রহমান, সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে গাজীপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, ব্রাহ্মণবাড়িয়া ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল এবং দুরন্ত লালমনিরহাট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল অংশগ্রহণ করেন। ইসলামী বিশ^বিদ্যালয়ের সহযোগিতায় টুর্নামেন্টটির আয়োজন করেন বাংলাদেশ ক্রিকেট অসোসিয়েশন ফর দি ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএসপিসি) এবং ন্যাশনাল প্যালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসিবি)।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরাও আমাদের সমাজের একটি অংশ। তারা আমাদের বোঝা নয়। কিন্তু আমরা তাদের প্রতিনিয়ত ঠকাচ্ছি এবং বঞ্চিত করছি। এই টুর্ণামেন্টের উদ্দেশ্য হলো খেলাধুলার মাধ্যমে তাদের আত্মবিশ^াস বাড়িয়ে মুলস্রোতের সাথে একিভূত করা। ইতোমধ্যেই তারা যা করে দেখিয়েছি আমরা তা করতে পারিনি। সঠিক পরিচর্যা করলে একদিন এরাও দেশের জন্য সম্মান বয়ে আনবে।