রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

বৃষ্টিতে ভিজে ভর্তিচ্ছুদের সহায়তা করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

আজ ১৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে মাক্স, কলম, তথ্য প্রদানসহ সকল সার্বিক সহযোগিতা করেছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃষ্টিস্নাত সকালে ক্যাম্পাসের মূল ফটকের সামনে হেল্প ডেস্ক বসিয়ে সহযোগিতা উপকরণসহ তারা অবস্থান করেন। সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের নেতা কর্মীরা বৃষ্টিতে ভিজেই এই সেবা কার্যক্রম পরিচালনা করছেন।

ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য রহমত উল্লাহ বলেন, “ঢাকা কলেজ ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। আমরা ঢাকা কলেজ ছাত্রলীগ চেষ্টা করেছি শিক্ষার্থীদের যাতে কোন ভোগান্তি না ঘটে এবং তাদেরকে সকল ধরনের সহযোগীতা করেছি। ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই ছাত্রলীগ নেতা।

তিনি আরো বলেন, “বঙ্গবন্ধু সারাজীবনে দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ঐতিহ্যবাহী এ সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যেকোনো সমস্যায় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১৪হাজার ৩৫০টি আসন রয়েছে। এই অনুষদে পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছেন ৩০ হাজার ৮২৮ জন শিক্ষার্থী।