বরিশালের ১২ ইউনিয়নে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:০১ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
এখানে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এছাড়া বরিশাল সদর উপজেলার ৫টি এবং বানারীপাড়া উপজেলার একটি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ভোট। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন অফিস তথ্যমতে, মোট ১১৪টি কেন্দ্রে ভোট দিচ্ছে প্রায় সোয়া দুই লাখ ভোটার। ১২ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছে ৫৭৫ প্রার্থী। জেলা নির্বাচন কর্মকর্তা নূরুল ইসলাম জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
