শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

ইরাকে প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৭ নভেম্বর ২০২১ রোববার

সেনা সূত্রে খবর, প্রধানমন্ত্রীকে খুন করার জন্যই এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। এই ঘটনায় প্রধানমন্ত্রীর সাত জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া বাগদাদের গ্রিন জোন এলাকায় কী ভাবে এই হামলা চালানো হল, কারা এই হামলা চালাল এবং এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। যদিও এখনও এই হামলার দায় কোনও ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালে জোরালো একটা বিস্ফোরণের আওয়াজ পান তারা। এরপরই গুলির আওয়াজ শোনা যায়। পরে বিষয়টি স্পষ্ট হয়। ওই এলাকাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি দফতর এবং বিদেশি কূটনীতিকদের বাসভবন রয়েছে। 

সম্প্রতি গ্রিন জোন এলাকায় ইরানপন্থীরা প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সেই ঘটনার সঙ্গে কোনও যোগ আছে কি না তা-ও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।