শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা স্টেশন অফিসার জিসান রহমান নাবিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
এসময় শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন, ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার লিয়াকত আলীসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটাররা উপস্থিত ছিলেন।
