শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

টস জিতে আফগানিস্তানের উড়ন্ত সূচনা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রোববার

আফগান দুই মারকুটে ওপেনার হজরতউল্লাহ জাজাই ৩২ রান করে এবং মোহাম্মদ শাহজাদ ১৭ রানে ক্রিজে আছেন।  এর আগে আফগানিস্তান দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে। অন্যদিকে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভে এখন দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামিবিয়া।

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রাহমানুল্লাহ গুরবাজ, আসঘর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, নাভিন-উল-হক, হামিদ হাসান।

নামিবিয়া একাদশ
ক্রেইগ উইলিয়ামস, মাইকেল ফন লিঙ্গেন, জান লফটি-ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, জেজে স্মিট, ডেভিড ওয়াইজ, জেন ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, রোবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কোলজ।