বুধবার   ০৭ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ০৯ জ্বিলকদ ১৪৪৬

আজই শেষ হচ্ছে জবির টিকাদান ও এনআইডি কার্যক্রম 

জবি প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রোববার

(রবিবার) আগামীকাল শিক্ষার্থীদের চাহিদার কথা ভেবে এনআইডি ও টিকা নেওয়ার সময়সীমা শেষ হচ্ছে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম। 

গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের দিন টিকা ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য। তারপর থেকে যথারীতি শিক্ষার্থীরা যারা পূর্বে নিবন্ধন করেছে বা করেননি তারা নিবন্ধন করে টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ সংগ্রহ করেন জবি মেডিক্যাল সেন্টার থেকে ও এনআইডি নিবন্ধন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। 

বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, প্রথম দিনে ১০৫ জন, দ্বিতীয় দিনে ২৮০, তৃতীয় দিনে ৩৫০, চতুর্থ দিনে ৩৯৫ ও পঞ্চম দিনে ৫০০ জন শিক্ষার্থীকে সহ সর্বমোট ১৬৩০ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। 

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এনআইডি কার্যক্রম শুরু করেছি যার জন্য আমাদের নিয়মিত ভাবে নির্বাচন কমিশনার সহযোগিতা করে যাচ্ছে। শিক্ষার্থীদের চাহিদা মেটাতে আগামী দিন পর্যন্ত ক্যাম্পাসে চলমান থাকবে এই প্রক্রিয়া।