স্বাধীন বাংলায় সাম্প্রদায়িক সহিংসতা কোন ভাবেই কাম্য নয়
নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা ও হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলার প্রতিবাদে ‘সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াও।’ এই স্লোগানকে সামনে রেখে সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি আলোর মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার মোড়ে এসে মিছিলটি শেষ হয়।
পরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ী এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, নবরুপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ীর উপদেষ্টা মান্নান সোহেল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ নালিতাবাড়ীর সাধারন সম্পাদক মুনীরুজ্জামান, প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ীর সাধারন সম্পাদক অভিজিৎ সাহা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এই স্বাধীন বাংলায় সাম্প্রদায়িক সহিংসতা কোন ভাবেই কাম্য নয়। ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমরা ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে বাঙালী পরিচয়ে এক হয়ে বসবাস করতে চাই। আলোর মিছিল ও মানববন্ধনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। এসময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ নেন অংশগ্রহনকারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ীর সাধারন সম্পাদক সবুজ সাহা।
