শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

বৃহস্পতিবার  (২১ অক্টোবর ) দুপুরে উপজেলার  পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ইকবাল ইসলাম।

নিহতরা হচ্ছে- শ্যামনগর গ্রামের মাছুম  মিয়ার মেয়ে নাসিমা (৫) ও  একই পরিবারের মারুফ মিয়ার মেয়ে তানহা  (৪)। তারা আপন চাচাতো বোন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  দুপুরে বাড়ির পাশের পুকুরঘাটে খেলা করছিল নাসিমা, তানহা ও আরেকজন।  খেলার একপর্যায়ে দুজনে পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ  সময় তাদের  দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজন পানিতে ভাসতে দেখে তাৎক্ষণিক তাদের  উদ্ধার করে স্থানীয় পাথারিয়া বাজারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।