সেরা ৫ প্রবৃদ্ধির দেশের তালিকায় বাংলাদেশ
প্রকাশিত : ০৭:১১ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

চলতি অর্থবছরে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী বিশ্বের প্রথম পাঁচটি দেশের একটি বাংলাদেশ। উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করে এ তথ্য দিচ্ছে বিশ্বব্যাংক। তাদের পূর্বাভাস, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৩ ভাগ। আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে বৃহস্পতিবার সকালে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়।
বাংলাদেশের অর্থনীতি কোন দিকে এগোচ্ছে আর চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি কেমন হতে পারে.. তা নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যক্তি খাতে বিনিয়োগের পরিমাণ অপর্যাপ্ত হলেও বাংলাদেশের প্রবৃদ্ধিতে ভালো অবদান রাখছে রপ্তানিনির্ভর শিল্প। রেমিট্যান্সের প্রবাহও সন্তোষজনক। অর্থবছর শেষে প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশের চেয়ে বেশি প্রবৃদ্ধি হবে এমন চার দেশ হচ্ছে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান ও ভারত।
উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হতে ভৌত অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে জোর দিচ্ছে বিশ্বব্যাংক। দেশের অর্থনীতিতে বড় দুর্বলতা হিসেবে ব্যাংক খাতকে চিহ্নিত করছে সংস্থাটি। পরিস্থতির উন্নয়নে আর্থিকখাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার পরামর্শও তাদের।
প্রবৃদ্ধির টেকসই সুফল পেতে রাজস্ব আদায় বাড়ানোসহ ডুয়িং বিজনেসের খরচ কমানোর তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।