রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

আসছে পপি মাল্টিমিডিয়া এর ব্যানারে সামজ ভাইয়ের গান 

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

তারা এ প্রজন্মের শিল্পীদের নিয়েই কাজ করছে। উদ্দেশ্য সুস্থ ধারার বিনোদন দেয়া।  এরই ধারাবাহিকতায় গত ২ দিন আগে সামজ ভাইয়ের একটি গানের রেকর্ডিং এর কাজ শেষ হয়েছে। "বাবা" শিরোনামে এই চমৎকার গানটি দ্রুত রিলিজ হবে পপি মাল্টিমিডিয়ার ব্যানারে। 

গানটিতে র্্যাপ অংশটি লিখেছেন মাসুদ রানা এবং বাকি অংশ লিখেছেন জাবেদ মাহমুদ জনি।সুর করেছেম জীবন ওয়াসিফ এবং সেই সাথে র্যাপ অংশটিতে কন্ঠ দিয়েছেন তিনি। আর গানটিতে সংগীতায়োজন করেছেন রোহান রাজ। 

গানটি সম্পর্কে পপি মাল্টিমিডিয়ার কর্নধার রাসেল মাল বলেন- 
" গানটি ভিন্নধারার দারুন একটি গান। দারুন চমক থাকবে শ্রোতাদের জন্য। গানটি নিয়ে আমরা আশাবাদী।"