এগিয়ে মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৩ অক্টোবর ২০২১ রোববার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হলে উপনির্বাচনে জিততেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত বৃহস্পতিবার কলকাতার ভবানীপুর আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
রোববার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে ভবানীপুরের উপনির্বাচনে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা করা হচ্ছে এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে। গণনা হবে ২১ রাউন্ড।
ষষ্ঠ রাউন্ড শেষে ২৩ হাজার ৯৫৭ ভোটের ব্যবধানে এগিয়ে মমতা।
গণনা যত এগোচ্ছে, ভোটের ব্যবধান তত বাড়ছে মমতার। চতুর্থ রাউন্ড শেষে ১২ হাজার ৪৩৫ ভোটে এগিয়ে মমতা। এই রাউন্ডে মমতা পেয়েছেন ১৬ হাজার ৩৯৭ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা পেয়েছেন ৩ হাজার ৯৬২ এবং শ্রীজীব পেয়েছেন ৩১৫টি ভোট।
তৃতীয় রাউন্ড শেষে ৬ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে মমতা। এই রাউন্ডে তিনি পেয়েছেন ৯ হাজার ৯৭৪টি ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা পেয়েছেন ৩ হাজার ৮২৮ এবং সিপিএম প্রার্থী শ্রীজীব পেয়েছেন ২৫০টি ভোট।
ইভিএম গণনার প্রথম রাউন্ড শেষে প্রায় ২৭ হাজার ৯৯ ভোটে এগিয়ে মমতা। এই রাউন্ডে মমতা পেয়েছেন ৩ হাজার ৬৮০ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ৮৮১ ভোট এবং সিপিএ প্রার্থী শ্রীজীব বিশ্বাস ৮৫টি ভোট পেয়েছেন।
মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে ভবানীপুরের এই উপনির্বাচনে জয়ের বিকল্প নেই মমতার। কারণ, গত এপ্রিল-মে মাসে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনের নির্বাচনে হেরে গিয়েছিলেন মমতা।