ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
মাদারীপুরে আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন পিলু ২০১৯ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে ঢাকা শিক্ষা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা সনদ তুলে দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা বিভাগীয় পরিচালক প্রফেসর মোঃ মনোয়ার হোসেন।
সৈয়দ আকমল হোসেন পিলু ইতোপূর্বে ২০১৭ সালে এবং ২০১৯ সালে মাদারীপুর সদর উপজেলা ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এ বছর আলহাজ আমিনউদ্দিন হাই স্কুল উপজেলার সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। সৈয়দ আকমল হোসেন পিলু ২০১৫ সালের ৩০ জুলাই প্রধান শিক্ষক পদে আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলে যোগদান করেন। ২০০৩ সালে সদর উপজেলার মিঠাপুর এল.এন. উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে প্রথম শিক্ষকতা শুরু করেন। ২০১৪ সালে তিনি একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি লাভ করেন। তার লেখা বাংলা ব্যাকরণ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। সৈয়দ আকমল হোসেন পিলু জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি অনার্সসহ রাষ্ট্রবিজ্ঞান ও বাংলায় মাস্টার্স ডিগ্রিধারী। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের পিতা। তার বাবা সৈয়দ তোফাজ্জেল হোসেন ও মা নূরজাহান বেগম।
