শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

বাহাড়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা কর্মশালা

শাল্লা প্রতিনিধি-

প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ব্র্যাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ৩নং বাহাড়া  ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯সেপ্টেম্বর বেলা ১১টায় বাহাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দুর্যোগকালীন সময়ে সংশ্রিষ্ট কমিটি ও কমিউনিটি লোকজনের করণীয়, ক্ষয়-ক্ষতির পরিমাণ হ্রাসকরণ, দুর্যোগ পরবর্তী বিভিন্ন সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদানসহ নানা বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
সমন্বিত উন্নয়ন কর্মসূচি শাল্লা উপজেলার উন্নয়ন সমন্বয়কারী রেদোয়ান চৌধুরীর পরিচালনায় ও বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত  হয়।
উক্ত কর্মশালায় ইউনিয়নের  সকল ওয়ার্ডের ইউ/পি সদস্যবৃন্দ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
কর্মশালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বিষয়ক আলোচনা করেন ব্র্যাক হিউম্যানিটারিয়ান কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট  মো: বায়জীদ বোস্তামী। সমন্বিত উন্নয়ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন উপজেলা উন্নয়ন সমন্বয়কারী বিলকিস জাহান, সাফরিনা জান্নাত। 
এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাক মানবিক সহায়তা কর্মসূচির কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদারসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।