শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

মাগুরায় নবগঙ্গা নদীতে পোনামাছ অবমুক্তকরণ

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

মাগুরায় ২০২১-২২ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণ করা হয়। বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টার সময় সাতদোয়া ঘাট, নবগঙ্গা নদীতে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর মাগুরা সদর এর আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। পোনামাছ অবমুক্তকরণে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য মাগুরা -১ এ্যাডভোকেট মোঃ সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান জেলা পরিষদ বাবু পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান উপজেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু, মেয়র মাগুরা পৌরসভা মোঃ খুরশীদ হায়দার টুটুল, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুশান্ত কুমার প্রামাণিক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার কবীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আরও অনেকে ছিলেন।   নবগঙ্গা নদীতে পোনামাছ অবমুক্তকরণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা মৎস্যজীবী লীগের জেলা আহবায়ক মোঃ দাউদ জোয়ার্দার এবং মৎস্যজীবী লীগের সভাপতি ও কর্মীবৃন্দরা।