জামালপুরের মেলান্দহে বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত
শারমিন আক্তার
প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
মেলান্দহ উপজেলা আ’লীগের সভাপতি প্রয়াত আঃ রাজ্জাক সুজার প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ এই স্মরণ সভার আয়োজন করে। উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সভাপতি এডভোকেট বাকি বিল্লাহ, সহসভাপতি-মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আ’লীগের সহসভাপতি সোহরাব হোসেন বাবুল, জিএস মিজানুর রহমান, পৌর মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফি সালেহ গেন্দা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, পৌর আ’লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মোঃআতাউর রহমান আতা, সুজার ছেলে সোহাগ সরকার এবং জামাতা-যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন বাঘা।এছাড়াও বিভিন্ন ইউপি.চেয়ারম্যান সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সব শেষে বিশাল এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘটে।
