শান্তিগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুুষ্ঠিত
জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
শান্তিগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসীম উদ্দিন, সহকারি কমিশনার ভূমি সকিনা আক্তার,শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাও: আব্দুল কাইয়ুম,সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া,পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উজানীগাঁও রশিদিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক প্রমুখ।
