গভীর রাতে খিলগাঁও কাঁচাবাজারে অগ্নিকাণ্ড
প্রকাশিত : ১২:৫২ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
রাজধানীর খিলগাঁও কামারপট্টি কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার ভোর ৫টা ৩৫ মিনিটে দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইনের দুই পাশের বস্তি ও কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তা জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
