শান্তিগঞ্জে অনলাইন কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পন্ন
জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

শান্তিগঞ্জে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ, ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এফআইবিডিভি হলরুমে এই বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ, ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা সহকারি কমিশনার ভূমি সকিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান,পাগলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, পাগলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী ছায়মা ইসলাম শিপা সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার ৫ বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে যথাক্রমে অনলাইন কুইজ ও ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম স্থান অধিকার করায় একটি করে ক্রেষ্ট, বই ও সনদ পত্র প্রদান করা হয় এবং ৬ টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট ও সনদ পত্র প্রদান করা হয়।