জবির নতুন ক্যাম্পাসের জমির প্রাচীর নির্মাণের চুক্তি স্বাক্ষর
মাহির আমির মিলন, জবি প্রতিবেদক
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহন এবং উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসের প্রাচীর নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়েছে।
আজ (বুধবার) দুপুর দেড়টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে জবি কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসের ২০০ একর জমির সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রকল্প ও ঠিকাদার প্রতিষ্ঠনের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপনের প্রকল্প পরিচালক প্রকোশলী মোঃ সাহাদাত হোসেন এবং ঠিকাদার প্রতিষ্ঠান কিংডম গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নুসরত হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, প্রধান প্রকৌশলী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহন এবং উন্নয়ন শীর্ষক প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।