বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

মো. হালিমুজ্জামান জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়। এ সময় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।