রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, আবার বিয়ে করলেন ইভা রহমান

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

প্রেজেন্টার হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন এটি এন বাংলায়। কাজের সুবাদেই চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে মন দেয়া নেয়া। সে প্রেম গড়ায় বিয়েতে। মাহফুজুর রহমানকে বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন ইভা।

বেশ সুখী দম্পতি হিসেবেই দেখা হতো মাহফুজুর রহমান ও ইভা রহমানকে। তবে সেই সংসার ভেঙে গেছে। নতুন করে সংসারও শুরু করেছেন ইভা।

নিশ্চিত হওয়া গেছে, সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তার বিয়ের বিষয়টি কণ্ঠশিল্পী রবি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে ইভা রহমানের বিয়ের ছবি প্রকাশ করেছ শুভ কামনাও জানিয়েছেন ফেসবুকে।

জানা গেছে, নতুন স্বামী নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন ইভা রহমান।