সংসদে মশিউর রহমান রাঙ্গা মিথ্যাচার করেছেন: কাদের মির্জা
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৬:০২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
মশিউর রহমান রাঙ্গা একজন বিজ্ঞ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীর সৌজন্যে তিনি প্রতিমন্ত্রীও হয়েছেন। আপনার মতো একজন জাতীয় ব্যক্তিত্ব কথা বলার আগে সত্য বিষয়টা জানা উচিত ছিলো। জাতীয় সংসদের মতো একটি পবিত্র জায়গায় আপনি মিথ্যাচার করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার দেয়া বক্তব্যের সমালোচনা করেন।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর বিকেলে জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলামকে বসুরহাট বাজারের কালা মিয়া ম্যানশন নামের একটি বিপণিবিতানের সামনে থেকে কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারীরা তুলে নিয়ে যান। এরপর রাত সাড়ে ১০টা পর্যন্ত পৌরসভা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে তাকে আটকে রেখে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন চালানো হয় বলে পরিবারের অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে নোয়াখালী শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন জাপার নেতা কর্মীরা।
বৃহস্পতিবার মশিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির দুজন সংসদ সদস্য জাতীয় সংসদে অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন। এ সময় তারা কাদের মির্জার বিচার দাবি করেন এবং এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
