বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

কুমিল্লা উত্তর জেলা শাখা ছাত্রলীগের মাস্ক বিতরণ

মাহির আমির মিলন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী এবং মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় নাগাদ নবিয়াবাদ মডেল কলেজ, নবিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, চান্দিনা মাতৃভূমি স্কুল এন্ড কলেজের নবীন সকল শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ করোনা মহামারির শুরু হতে এখনো পর্যন্ত সাধারণ মানুষের পাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের একাধিক  নেতাকর্মীরা বরাবরের মতো জনগণের পাশে থেকে করোনার মহাযুদ্ধে সহযোগিতা করে যাচ্ছেন নিয়মিত। স্কুল - কলেজ চালু হওয়ায় তারা শিক্ষার্থীদের সচেতনতা করতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান আমাদের। 

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ - সম্পাদক, অনুপম দেবনাথ আদিত্য, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা ইমরান আরেফিন ইমু, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সদস্য সারোয়ার হোসেন রাকিব, উত্তর জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেল, চান্দিনা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর হোসেন সরকার সহ ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ।