জবির নতুন ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ
মাহির আমির মিলন, জবি প্রতিবেদক।
প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

নতুন ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান সহ সকল উন্নয়ন কাজ নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ভিসি ভবনের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয় তারা এবং নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান নেতারা।
বিক্ষোভ কর্মসূচিতে জবি ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী বলেন, জবি নতুন ক্যাম্পাস প্রকল্প পরিচালকদের দিয়ে মাস্টারপ্ল্যানের কাজটা করলে তিন থেকে চার মাসের মধ্যে দ্রুত করা যাবে। মাস্টারপ্ল্যান প্রক্রিয়াটির কাজ শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রনালয়ে যাবে। এভাবে কাজটি করলে অনেক দীর্ঘায়িত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এবিষয়টি নিয়ে শঙ্কিত।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের স্পন্দন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নতুন ক্যাম্পাসের জন্য কেরানীগঞ্জে জায়গা বরাদ্দ দেয়ার ৫ বছর পেরিয়ে গেলেও এখনো মাস্টারপ্ল্যান ঠিক হয়নি। তাই আমাদের জোর দাবি দ্রুত কাজ শুরু করা হোক।