সুপ্র’র নতুন নির্বাহী বোর্ড গঠিত
প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র'র বার্ষিক সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সুপ্র সচিবালয়ে সুপ্র’র সভাপতি এস এম হারুন অর রশীদ লাল এর সভাপতিত্বে সুপ্র’র জাতীয় পরিষদের সদস্যদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ২০১৯ - ২০২০ সাল মেয়াদের জন্য সুপ্র’র নতুন নির্বাহী বোর্ড গঠিত হয়।
নতুন নির্বাহী বোর্ডের সদস্যরা হলেন-
১) সভাপতি- আবদুল আউয়াল (এনআরডিএস- নোয়াখালি)
২) সহ সভাপতি- আহমেদ স্বপন মাহমুদ (ভয়েস- ময়মনসিংহ)
৩) সহ সভাপতি- শরিফা খাতুন (ওয়েলফেয়ার এফোর্টস- ঝিনাইদহ)
৪) সাধারণ সম্পাদক- মজিবুর রহমান ( এসডিএস-শরীয়তপুর)
৫) যুগ্ম সম্পাদক- ডেইজি আহমেদ (পিকেএসএস-নাটোর)
৬) কোষাধ্যক্ষ- মঞ্জু রাণী প্রামাণিক (স্মরণী- টাঙ্গাইল)
৭) সদস্য- এস. এম. হারুন অর রশীদ লাল (সলিডারিটি- কুড়িগ্রাম)
৮) সদস্য- এম এ কাদের (সেতু- কুষ্টিয়া)
৯) সদস্য- মতিউর রহমান (কাম টু ওয়ার্ক- দিনাজপুর)।
