চরভদ্রাসনে পানির স্রোতে ডুবে শিশুর মৃত্যু
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত : ০৬:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের দবিরদ্দিন প্রামানিকের ডাঙ্গী গ্রামে গোসল করতে যেয়ে পানির স্রোতে ডুবে এক শিশুরে মৃত্যু হয়েছে।সে একই গ্রামের সেক মাসুদের শিশুসন্তান মোহাম্মাদ (৩)। আজ সোমবার (১৩-৯-২০২১ ইং) সকাল ১১ টায় পানিতে ডুবে শিশুটি মারা যায়।
বাড়ীর পাশে জাকেরের সুরা স্লুইস গেট সংলগ্ন খালের পানির তীব্র স্রোতে শিশুটি নিখোজ হওয়ার প্রায় এক ঘন্টা পর স্থানীয়রা তল্লাশি করে পানি থেকে তার মরদেহ উদ্ধার করেন।
সদর ইউপি চেয়ারম্যান ও পুলিশ জানায়, ঘটনার দিন সকালে ওই খালে স্লুইস গেইট পয়েন্টে তিনটি শিশু গোসল করার জন্য পানিতে নামে। এদের মধ্যে মোহাম্মদ (৩) খালের স্রোতের কবলে পড়ে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী ওই খালের পানিতে তল্লাশী করে শিশুটির মরদেহ উদ্ধার করেন। এ ব্যপারে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, শিশুটি মৃত অবস্থায় উদ্ধার করার পর সুরতহাল তদন্ত করে দাফন করা হয়েছে।