শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৮ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

ফুলপুরে চরম ভোগান্তিতে পল্লী বিদ্যুতের গ্রাহকরা

সেকান্দর আলী (ময়মনসিংহ ব্যুরো)

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ময়মনসিংহ জেলায় ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের প্রত্যন্ত অঞ্চল কুটুরা কান্দা , পলাশ কান্দা, জিগা কান্দা, সিংহেশ্বর, বালিচান্দা, খামার বাড়ী, নিশুনিয়া কান্দা, বনুয়য়া কান্দা ও পাঠান বাড়ীসহ এসব এলাকায় বিগত ৭২ ঘন্টা যাবৎ কোন রকম বিদ্যুৎ নেই।
উল্লেখ্য যে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২১) দিবাগত গভীর রাতে প্রচন্ড ঝড় তুফানে সমগ্র ফুলপুরে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পরে। বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড, ফুলপুর অতি দায়িত্বশীলতার সাথে আনুমানিক ১২ ঘন্টার মধ্যেই পিডিবির গ্রাহকদের মাঝে বিদ্যুত সংযোগ দিতে সক্ষম হয়। কিন্তু আজ (৩) তিন দিন অতিক্রম হলেও ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-৩ ফুলপুর- ময়মনসিংহ ফুলপুরের ৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের প্রত্যন্ত অঞ্চল কুটুরা কান্দা, পলাশ কান্দা, জিগা কান্দা, সিংহেশ্বর, বালিচান্দা, খামার বাড়ী, নিশুনিয়া কান্দা, বনুয়া কান্দা ও পাঠান বাড়ীসহ এসব এলাকায় কোন রকম বিদ্যুৎ সংযোগ দিতে পারে নাই। 


সরেজমিনে দেখা যায় যে, এসব এলাকার গ্রাহকদের মধ্যে পল্লী বিদ্যুত নিয়ে চরম হতাশা বিরাজ করছে। উল্লেখিত এলাকা মূলত কৃষি ও ব্যাবসার উপর নির্ভর, বিদ্যুৎ না থাকায় কৃষকের কৃষি কাজ বন্ধ, বিভিন্ন বাড়ীতে ফ্রিজ ও টিভি নষ্ট হয়েছে, ব্যাবসায়ির দোকান পাট বন্ধ রইয়াছে। বর্তমানে এই তথ্য প্রযুক্তির যোগে বিদ্যুতের গুরুত্ব অপরিসীম। বিদ্যুৎ সংযোগ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুত সমিতি-৩ ফুলপুরের ডিজিএম আরিফুল হক বলেন, আমরা অধীকাংশ এলাকায় ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয়েছি। বাকী এলাকাগুলোতে অতী শিগ্রই বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমাদের চেষ্ঠা অব্যহত। এলাকাবাসীর অভিযোগ আজ (৩) তিন দিন অতীবাহিত হয়ে গেল আমরা বিদ্যুৎ পাই নাই তবে আমরা অনুরোধ করব যে, অনতী বিলম্বে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জোর-দাবি করছি।