আমেরিকায় চলে গেলেন মিশা সওদাগর
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

খানিক ফুরসত পেয়েই স্ত্রী ও সন্তানকে সময় দিতে আমেরিকার উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভালোভাবেই সেখানে পৌঁছেছেন বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন।
সম্প্রতি শাহীন সুমনের ওয়েব সিরিজ 'মাফিয়া'র শুটিং, অনন্য মামুনের 'অমানুষ' সিনেমার শুটিং ও ডাবিং৷ সব শেষ করেছেন । নতুন কিছু কাজ হাতে আছে । তবে সেগুলোর শিডিউল আপাতত দিচ্ছেন না ঢালিউডের খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।
জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর দেশে থাকলেও আগে থেকেই তার স্ত্রী মিতা এবং দুই পুত্র সন্তান হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ওয়াইজ করণী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। মূলত স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে তার আমেরিকায় যাওয়া।
মিশা সওদাগর বলেন, পরিবারকে সময় দিতে কয়েক মাস আগে যাওয়ার কথা থাকলেও সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে যেতে পারিনি। শুটিংয়ের ব্যস্ততা আপাতত কম আর স্ত্রী ও সন্তানদের খুব বেশি মিস করছিলাম। তাই একটু ফাঁকা সময় পেয়ে চলে আসলাম তাদের কাছে। তাদের সঙ্গে এখানে খুব সুন্দর সময় কাটছে আমার।
তিনি আরও বলেন, এবার অনেকদিন থাকার ইচ্ছে আছে। দেশে ফেরার খুব একটা তাড়া নেই। কমপক্ষে মাসখানেক তো থাকবোই।
১৯৬৬ সালের ৪ জানুয়ারি পুরানো ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মিশা সওদাগর জন্মগ্রহণ করেন। তার বাবা ওসমান গনি ও মা বিলকিস রাশিদা। তাদের তিন পুত্র ও দুই কন্যার মধ্যে মিশার অবস্থান চতুর্থ।
১৯৮৬ সালে এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে সিনেমায় যাত্রা শুরু করেন মিশা সওদাগর। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মধ্য দিয়ে নব্বই দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন নায়ক হিসেবে। তবে জনপ্রিয়তা তার খল চরিত্রেই। ঢালিউডে তার পর আর উল্লেখ করার মতো খল অভিনেতা আসেনি। এক সময় শাকিব খানের সাথে ভিলেন হিসেবে মিশার জুটির ছিলো আকাশ ছোঁয়া জনপ্রিয়তা।
অভিনেতার তথ্যমতে প্রায় ৯ শতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন।