তিতাসে ৫ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
তাসীন তিহামী, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
কুমিল্লার তিতাসে ৫ সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভিটিকান্দি ঈদগা এলাকার প্রবাসী হেলালের পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত শাহনাজ (৪৫) তিতাস উপজেলার পোড়াকান্দি গ্রামের আসামুদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ মঙ্গলবার রাত আনুমানিক ৯ টায় তার মেঝ ছেলে সাব্বিরকে (১৯) খুঁজতে বের হয়ে আর ঘরে ফিরে না আসায় রাতেই তার স্বামী ও ছেলে মেয়েরা অনেক খোজাখুঁজি করে পায়নি। আজ বুধবার সকালেও বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে তার স্বজনরা। পরে দুপুরের দিকে শাহনাজের বসবাসরত বাড়ি থেকে ২০০ মিটার দূরে প্রবাসী হেলালের পরিত্যক্ত বাড়ির সামনে থেকে শাহনাজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। শাহনাজের বাম চোখ উপড়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসি। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
