জবি শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই প্রশাসন
মাহির আমির মিলন, জবি প্রতিবেদক
প্রকাশিত : ০২:১০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) ১২ তম ব্যাচের শিক্ষার্থী আকবর হোসাইন খান আজ পহেলা সেপ্টেম্বরে ভোর সাড়ে চারটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কুমায় থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মহিউদ্দিন ফরিদ।
ফ্লাইওভারের থেকে পড়ে আহত হয় জগনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশন এর বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আকবর হোসেন খান রাব্বি। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই থানাতে। তারপর থেকে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
এই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক - শিক্ষার্থী এবং সবাই শোকাহত। তারা কোনোভাবে এইরকম মেধাবী শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছে না।
এই বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন, সত্যিকার ভাবে আমরা খুবই কষ্ট পেয়েছি খবরটা শুনে। পুরো ব্যবস্থাপনা পরিবার আজ শোকাহত এবং মর্মাহত। তবে আমরা কিছুতে এই মৃত্যু মেনে নিতে পারছি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার জোর দাবি এই অপমৃত্যুর সুষ্ঠু তদন্ত করা হোক এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।
তিনি আরও বলেন, আমি প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছি তার বাড়ির। সেই সাথে তার বোনের সাথে আমার কথা হয়েছে লাশ ময়নাতদন্ত শেষে রাতে বাড়িতে নিয়ে আসা হবে।
এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।