মাগুরায় মাল্টা চাষী রবিউলের গাছ কেটেছে দূর্বৃত্তরা
মাগুরা প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার
মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের আলাইপুর গ্রামে রাতে আধারে একটা ফল বাগান থেকে, ২০টি মাল্টা গাছ কেটে দিয়েছে মানুষ রুপি পশুরা। সোমবার ৩০ আগস্ট গভীর রাতে দূর্বৃত্তরা ফলন্ত মাল্টা গাছ গুলো গোড়া থেকে ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়। মাল্টা বাগান মালিক চাষী মোঃ রবিউল ইসলাম পার্শ্ববর্তী হাজরাপুর ইউনিয়নের বাসিন্দা। মোঃ রবিউল ইসলাম জানান মুরুব্বিরা বলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, জানিনা আল্লাহ এর মধ্যে আমার জন্য কি ভালো রেখেছেন।
সম্ভবত গত রাতের যে কোন সময় আমার পেয়ারা বাগানের মাঝে লাগানো ১ বছর বয়সী বারি মালটা ১ এর শুধু মাত্র একটি লাইনের ২০ টা গাছ এভাবে কেটে ফেলেছে হয়তো কোন এক মানুষ নামের অবুঝ ব্যাক্তি।
কেন বা কি কারনে কেটেছে সেটা জানিনা বা ধারণা করতেও পারছি না। আমার এই প্রজেক্ট আমার পাশের হাজিপুর ইউনিয়নের আলাইপুর গ্রামে লিজের জমিতে করা। আল্লাহ এ সকল অবুঝ ব্যাক্তিদের বুঝ দান করুন আমিন। তবে আমি আমার এই প্রজেক্ট নিয়ে ঝুকির মধ্যে আছি কারন একই এলাকায় আমার ৬ একর এর ফলের বাগান রয়েছে।
তবে কেউ যদি তার ভুল বুঝে গোপনে এসে এর দ্বায় স্বীকার করে তাহলে ক্ষমা করে দিবো। রবিউল ইসলাম আরও জানান, এমন ঘটনা পুনরায় যাতে না ঘটে সে জন্যে তিনি মাগুরা সদর থানাতে একটি সাধারণ ডায়েরি করার কথা জানান।
