পুরাতন ফ্যান ভেঙে জবিতে কর্মচারী আহত
মাহির আমির মিলন, জবি প্রতিবেদক
প্রকাশিত : ১২:৩২ পিএম, ৩০ আগস্ট ২০২১ সোমবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখা অফিসের নিচতলার সিলিং ফ্যান ভেঙে সুমন মিয়া নামে এক কর্মচারী আহত হয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ১০টার দিকে সুমন মিয়া নিরাপত্তা দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ সিলিং ফ্যান ভেঙে তার উপর পড়ে যায়। এতে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে এসময় দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে মাথায় ব্যান্ডেজ করে বেডে রাখা হয়।
সুমন মিয়ার (২৫) জানায়, সেই দায়িত্বপালন অবস্থায় হঠাৎ করে সকাল নয়টায় ফ্যানটি ভেঙে পড়ে মাথায়। ফ্যানটির অবস্থা আগে থেকে নড়বড়ে ছিলো বলেন। তিনি আরও জানান কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মরিচাকান্দি গ্রামে তার বাড়ি। তবে তাকে এখনো পর্যন্ত ব্যাংকের কোনো ব্যক্তি দেখতে আসেনি এই অবস্থায়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো. রাকিব হোসেন খান আবির বলেন, সুমন মিয়ার মাথায় সিটি স্ক্যান করে তারপরে বলতে পারবো মাথায় কোন সমস্যা হবে কি না। যেহেতু চলন্ত সিলিং ফ্যান ভেঙে তার ওপর পড়েছে।
পরবর্তী সময়ে বিকেল ৪টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্স দিয়ে সুমন মিয়াকে পপুলার ডায়গনিষ্ট সেন্টারে নিয়ে সিটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে সুমন মিয়ার মাথায় অনেক যন্ত্রনা হচ্ছে তিনি ঠিকমতো কথা বলতে পারতেছেন না বলে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সাঈদ।