লালমাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার
কুমিল্লার লালমাই উপজেলায় আলীশ্বর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শুক্রবার বিকেলে স্থানীয় অনলাইন পোষ্টাল লালমাই প্রতিদিন ও লালমাই টিভি গ্রুপের উদ্যোগে দরিদ্র ও প্রশিক্ষনপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া লালমাই উপজেলাকে বিশ্ব দরবারে নানাহ ভাবে পরিচিত করে তোলায় স্থানীয় ৩ জন ফটো সাংবাদিককে ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়।
লালমাই প্রেস ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক মীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্তমান সরকারের অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও লালমাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন, বিশেষ অতিথি লালমাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার ও পেরুল দক্ষিণ ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম ভেলু।
উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক প্রদীপ কুমার মজুমদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে লালমাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ মানবাধিকার সংস্থা লালমাই উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমান, লালমাই প্রেসক্লাবের কর্মকর্তা কাজী মাসুদ রানা, আবদুল মতিন, স্থানীয় ব্যাক্তিত্ব মাষ্টার শহিদ উল্লাহ বিএসসি, মাওলানা আবুল বাশার, সুব্রত বড়ুুয়া রিংকু, জাবের হোসেন জাবেদ, জকির হোসেনসহ ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, বিভিন্ন পেশাজিবী লোকজন, উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনুষ্ঠান শেষে সভার প্রধান অতিথি লালমাই প্রতিদিন ও লালমাই টিভি গ্রুপের উদ্যোগে ৩ ফটো সাংবাদিক ও স্থানীয় দরিদ্র এবং প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
