শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ নারীকে কুপিয়ে জখম

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার

শরীয়তপুরে পূর্ব শত্রুতায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পারুল বেগম (৪৮) নামে এক বৃদ্ধ নারী কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে স্থানীয় দুস্কৃতিকারীরা।

গত ২৬আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাশিপুর গ্রামে স্থায়ীভাবে বসবাসরত শাহ আলম মাদবরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে  চিহ্নিত দুষ্কৃতিকারী লোকমান মাদবর (৪৫) এর সাথে শাহ আলম মাদবরের জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলছে।কাশিপুর গ্রামের শাহ আলম মাদবরের পুরাতন বাড়ির পশ্চিম পাশে মানুষের কাজে ব্যবহৃত একটি পুকুর রয়েছে। ওই গ্রামের লোকজন ওই পুকুরের পানি  গোসল ও রান্নার কাজে ব্যবহার করে। পূর্ব শত্রুতার জেরে লোকমান মাদবর তার লোকজন নিয়ে ওই পুকুরে জোরপূর্বক সোনালী আঁশ পাট জাগ দেয়। পাট জাগ দেওয়ার কারণে ওই পুকুরের পানি  নষ্ট হয়। ভুক্তভোগী শাহ আলম মাদবর বলেন লোকমান মাতবরকে ওই পুকুর থেকে জাগ দেয়া পাঠ সরিয়ে নেওয়ার জন্য। লোকমান মাদবর একথা শোনার পর ক্ষিপ্ত হয়ে শাহ আলম মাদবর কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ এই বিষয়টি শাহ আলম মাদবর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট সালিশ দেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট সালিশ দেওয়ার কারনে লোকমান মাদবর  সেলিম মুন্সি (৫২), জিয়া মুন্সি (৪২) আলামিন মুন্সি (৩৬) আক্তার মুন্সি (৩২) সৈয়দ মুন্সি (৩৮)সবুজ মাদবর (২২)শাকিব মাদবর (২০ ইমরান সরদার (২৫)মিজান মুন্সি (২৩)বাবুল সরদার (৫১)সর্ব সং কাশিপুর উত্তরপাড়া পালং- শরীয়তপুর, নাম না জানা আরো পাঁচ থেকে ছয় জন সহ এই দুস্কৃতিকারীরা শাহ আলম মাদবরের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে লোকমান মাদবরের হুকুমে। গালিগালাজ এর শব্দ শুনে শাহ আলম মাদবরের স্ত্রী পারুল বেগম ঘর থেকে বের হয় এবং দুষ্কৃতিকারীদের বলে আপনারা কেন গালিগালাজ করেন একথা বলতেই লোকমান মাদবরের হুকুমে তার সঙ্গীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ওই বৃদ্ধ পারুল বেগম কে । ওই মুহূর্তে পারুল বেগমের চিৎকারের শব্দ শুনে তারই সন্তান আউয়াল মাদবর (১৮) তার মাকে বাঁচাতে আসলে ওই দুস্কৃতিকারীরা দেশীয় লাঠিসোটা নিয়ে তাকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা ওই পারুল বেগম কে আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে পারুল বেগম চিকিৎসাধীন অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

পারুল বেগমের স্বামী শাহ আলম মাদবর গণমাধ্যমকে বলেন আমার বাড়িতে গিয়ে লোকমান মাদবর সহ তার হুকুমে ওই দুস্কৃতিকারীরা আমার স্ত্রীকে অত্যাচার করে এবং আমার স্ত্রীর কাছ থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।আমার বাড়িঘর ভাঙচুর করে এবং ঘরে ঢুকে শোকেসের তালা ভাঙ্গিয়া এক লক্ষ পনেরো হাজার টাকা নিয়ে যায়। আমি এখন এই দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


পালং থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন এই ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত দিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।