রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

সেপ্টেম্বরে জবির ছাত্রী হলে সিট বরাদ্দের আবেদন শুরু

মাহির আমির মিলন, জবি প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৬ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিতে) দীর্ঘদিন ধরে ছাত্র - ছাত্রীদের দাবির পরিপেক্ষিতে একমাত্র ছাত্রী হলের কাজ শুরু হয়। যার নির্মাণ কাজ চলছে দীর্ঘ ১১ বছর ধরে। এখনো চলছে শেষ পর্যায়ের কাজ। 

জবি প্রশাসন বলছেন সবকিছু মিলিয়ে আগামী সেপ্টেম্বরের শুরুতে হলে ছাত্রীদের জন্য সিট বরাদ্দের কাজ শুরু করবে। যদিও বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে ক্যাম্পাস খুললেই জবির একমাত্র ছাত্রীদের আবাসন  বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল চালু হবে। 

জবি ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, সিট বরাদ্দের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ছাত্রী হলের নীতিমালা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে, যা আগামী সিন্ডিকেট সভায় পাস হবে। নীতিমালার বাইরে কোনো ধরনের প্রভাব দেখিয়ে হলের সিট পাওয়া যাবে না।’

এ বিষয়ে জবি প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘হলের কাজ প্রায় শেষ। ফিনিশিং পর্যায়ে আছে। উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন ক্যাম্পাস খোলার আগেই যেন ছাত্রীদের ওঠার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যায়। আশা করি, ক্যাম্পাস খোলার সঙ্গে সঙ্গেই ছাত্রীরা হলে উঠে যেতে পারবে।’

হলের প্রকল্প পরিচালক ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষ। বাকি কাজ দ্রুতই শেষ হবে। শিগগির বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব বুঝিয়ে দেব।’

যদিও হল নির্মাণের প্রথম দফায় মেয়াদ ছিল ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত। কাজ শেষ না হলে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ে ২০১৩ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত। এরপর তৃতীয় দফায় মেয়াদ ২০১৬ সালের জুন থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। পরে ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল। সর্বশেষ মেয়াদ আরও বৃদ্ধি করায় বর্তমানে ফিনিশিংয়ের কাজ চলমান রয়েছে বলে প্রকল্প সূত্রে জানা গেছে।