সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

২০ বছর পর টংগীর ৪৯ নং ওয়ার্ড এলাকার প্রধান রাস্তার কাজের উদ্বোধন

রায়হান মৃধাঃ

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২৬ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

সম্প্রতি গাজীপুর টংগীর এরশাদ নগর ৪৯ নং ওয়ার্ড এলাকার প্রধান সড়কের কাজের উদ্বোধন করেছেন ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ। ২৬ আগস্ট সকালে ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগর  ৮ নং ব্লক অটো স্ট্যান্ড এর সামনে থেকে রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কামরুল হাসান দিপু, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন শেখ, ইদ্রিস আলী জুয়েল,  বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, যুবলীগ নেতা জহুরুল শিকদার, টংগী পূর্ব থানা আওয়ামী যুব-প্রজন্মলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ খান, টংগী পূর্ব থানা মহিলা লীগের যুগ্ম আহবায়ক লাকী আক্তার , ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইমরান ফয়সাল, আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়া এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা। এ ব্যপারে ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ বলেন দীর্ঘ ২০ বছর পর আমরা এরশাদনগর এলাকার প্রধান সড়কের কাজের  শুভ উদ্বোধন করেছি যা সম্পূর্ণ  গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয়  মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম সাহেবের প্রচেষ্টায় সম্ভব হয়েছে।  আমরা সর্বপ্রথম রাস্তার দুই পাশের ড্রেন এর কাজ গুলো আগে শেষ করেছি এবং আজকে আমরা রাস্তার কাজ শুরু করেছি, আশা করি খুব দ্রুত এই রাস্তার কাজটি  আমরা সম্পন্ন করব এবং প্রিয় এরশাদ নগর বাসীর এই দূর্ভোগ দূর করতে সহ্মম হব ইনশাআল্লাহ।