এডিস মশার লার্ভা পাওয়ায় আবারও জরিমানা করল মসিক
সেকান্দর আলী (ময়মনসিংহ প্রতিনিধি)
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২২ আগস্ট ২০২১ রোববার
নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ময়মনসিংহের বাঘমারা এলাকায় এক ভবনমালিককে ১০ (দশ) হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ ২২ আগস্ট ২০২১ রবিবার বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, ডাঃ তাসমিয়া জান্নাত, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রমের অংশ হিসেবে এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ, মাইকিং ছাড়াও নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হচ্ছে।
