চার ঘণ্টা পর বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয়তলায় লাগা আগুন প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানিয়েছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষয়তির কোনো তথ্য জানাতে পারেননি।
এর আগে শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের ওই ভবনের তৃতীয়তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।