জবিতে করোনা প্রতিরোধক বুথ প্রতিস্থাপন করলো ছাত্রলীগ
মাহির আমির মিলন জবি প্রতিবেদক
প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

করোনা প্রতিরোধক বুথ প্রতিস্থাপন সহ ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক ও মশার ঔষধ ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভাষা শহীদ রফিক ভবনের নিচে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জবি শাখা ছাত্রলীগের সাবেক সহ - সভাপতি জামাল উদ্দিন। শুরুতে তিনি বলেন, করোনা প্রতিরোধে এই বুথ প্রদান করে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জবি ছাত্রলীগের নেতাকর্মীদের। এই বুথ থেকে একজন ব্যক্তি একটি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে পারবে। বুথটি প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে।
এই সময় পুরো ক্যাম্পাস জুড়ে ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক ও মশার স্পে প্রদান করে সিটি কর্পোরেশনের একাধিক কর্মীরা। এসময় তারা বলেন এই কার্যক্রম এখন থেকে নিয়মিত ভাবে ক্যাম্পাসে পরিচালনা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামাল উদ্দিন আহমদ বলেন, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা ঐতিহ্য আছে। আন্দোলন সংগ্রামে নয় শুধু তারা পড়ালেখায়ও ভালো করছে আজকাল। আগস্ট মাসে বঙ্গবন্ধুকে স্মরণ করে বাংলাদেশ ছাত্রলীগের সকল সেবামূলক কার্যক্রম এগিয়ে যাক। মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়তে তোমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবে আশাকরি।
প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন, আমরা সবাই মুজিব আদর্শের লোক। বাংলাদেশ ছাত্রলীগের এই উদ্যোগে একটি উদাহরণ সৃষ্টি করেছে সারাদেশে। আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু করোনা প্রতিরোধ সম্ভব হবে।
তিনি আরও বলেন, আগের তুলনায় ক্যাম্পাস এখন অনেকটাই পরিষ্কার-পরিচ্ছন। আমরা নিয়মিত কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের নিয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর এবং সুস্থ ক্যাম্পাস গড়ে তুলতে চাই।
এই সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ফরাজি, আসাদুজ্জামান আসাদ, সাবেক সহ - সভাপতি আশরাফুল হক টিটন, মোঃ আবদুল্লাহ শাহিন এবং মেহেদী বাবু, সাইদুল ইসলাম সাঈদ সহ একাধিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক সহ প্রশাসনের একাধিক কর্মকর্তা - কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিতি ছিলেন জবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।