বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

উত্তাল আফগানিস্তান: কাবুল দূতাবাস থেকে নামানো হলো মার্কিন পতাকা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার

 

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে পরিস্থিতিও। রাতারাতিই কাবুলে অবস্থিত দূতাবাস থেকে মার্কিন পতাকা নামানো হয়েছে। খবর সিএনএন'র।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কাজ প্রায় শেষ করে ফেলেছে ২০ বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া মার্কিন প্রশাসন।

এএফপির খবরে বলা হয়েছে, দূতাবাসের সব কর্মী প্রায়ই চলেই গেছেন। তবে কয়েকজনকে হামিদ কারজাই ইন্টারন্যাশনাল এয়াপোর্টে দেখা গেছে যারা ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।